আরিফুল অপু– স্টাফ রিপোর্টার,, দেশ প্রতিদিন,, জামালপুর ।
শুক্রবার (৪ অক্টোবর) ভোর আনুমানি ৬.২০ মিনিটে জামালপুর টিউবওয়েল পাড় মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার, ফকিরপাড়া গ্রামের মৃত সোবহান ফকিরের ছেলে মালেক ফকির (৫০), একই থানার কাপাশহাটিয়া গ্রামের জয়দর মন্ডলের ছেলে রুকন মন্ডল (৪০) ও বেলটিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৬)
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা অটোরিক্সায় জামালপুর গেইটপাড় হতে টিউবওয়েল পাড় – এলাকায় পৌঁছালে টাঙ্গাইল দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হন। স্থানীয়রা আহত নাদের আলীকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়।।
এলাকাবাসী জানান উল্লেখিত মোড়ে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে,
টিউবওয়েলপাড় মোড়টিতে নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানিয়েন তারা।।
দেশ প্রতিদিনকে জামালপুর থানার দায়িত্বরত এক কর্মকতা জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।