স্টাফ রিপোর্টার নগরকান্দা মোহাম্মদ শাহাদাৎ হোসেন—ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গুম,খুন,হামলা ও লুটপাটের বিচারের দাবিতে ফরিদপুরের নগরকান্দার পুরাপাড়ায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।০৫/১০/২৪ ইং তারিখে শনিবার বিকালে ০৩ ঘটিকায় উপজেলার পুরাপাড়া বাজার প্রাঙ্গণে পুরাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দাউদ ফকির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আশরাফ আলী মুন্সী, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল। বক্তব্য রাখেন যুবদল নেতা রবিউল ইসলাম বাবু,নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, নগরকান্দা পৌর ওলামা দলের সভাপতি মাওলানা সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান,পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল হাই পৈলান খান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, শাহাদত হোসেন,সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল ও মেম্বার, পুরাপাড়া ইউনিয়ন পরিষদ মানোয়ার হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, খুনি হাসিনা ও তার দোসররা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে । দেশের সম্পদ লুট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে। এদের কাউকে ছাড় দেওয়া যাবে না সবাইকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। নগরকান্দা-সালথার মাটি ও মানুষের নেত্রী শামা ওবায়েদ এর নেতৃত্বে নগরকান্দা- সালথাকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিনত করা হবে ইনশাআল্লাহ ।