নোটিশ:
Welcome To Our Website...

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কক্সবাজারের  নুরুল আলম হত্যা মামলার মাস্টারমাইন্ড মোতাহের হোসেন  গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

 

মো. নাজিউল্লাহ ভূইয়া স্টাফ রিপোর্টার,কেরানীগঞ্জ (ঢাকা) —ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা  থেকে কক্সবাজারের রামুতে সংঘটিত  হওয়া নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মাষ্টার মাইন্ড  মোতাহের হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাতে   র‍্যাব ১০ এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও  র‍্যাব ১৫  এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এমজে

সোহেল। র‍্যাবের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার রামু বাইপাসস্থ নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এন.আমিন প্লাজায় নুরুল আলম ছিদ্দিকী রাশেদ তার স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছিলেন। ভিকটিম নুরুল আলম ছিদ্দিকী রাশেদের সহিত আসামী মোতাহের হোসেন (৫৭), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- ফুলনীরচর,থানা- রামু, জেলা-কক্সবাজারের সহিত জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এছাড়া আসামী মোতাহের বিগত ফুলনীরচর স্কীম মৌসুমে ভিকটিম নুরুল আলমের সহিত নির্বাচন করে পরাজিত হয়। নির্বাচনে জয়লাভের পর ভিকটিম নুরুল আলম কৃষকদের সুবিধা হয় এরকম কিছু সিদ্ধান্ত গ্রহন করে । এতে করে আসামী মোতাহের ভিকটিম নুরুল আলমের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে হত্যার উদ্দেশ্যে  গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে মোতাহের ও তার সহযোগীরা নুরুল আলমের ওপর সশস্ত্র হামলা চালায়।এতে ভিকটিম গুরুতর আহত হয়। ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে মোতাহেরসহ অপরাপর আসামীরা অস্ত্র-সস্ত্র সহকারে মামলা মোকদ্দমা না করার হুমকি ধমকি প্রদর্শন করে ঘটনান্থল ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিম নুরুল আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ভাই সাইফর রহমান মোতাহেরসহ ১৪ জনের বিরুদ্ধে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে র‍্যাব-১০ এর একটি দল মোতাহেরকে গ্রেফতার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.