অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২নভেম্বর শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার হাসান ফেরদৌস, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি গোলাম রব্বানী, সহঃ পরিদর্শক দীপন জোরদার, হাফিজুর রহমান, সুকুমার দাশ, সমবায়ী আছাদুল ইসলাম, রশিদা খাতুন, রোজিনা খাতুন, মোহছিনা আক্তার প্রমুখ।