নেত্রকোনা, আটপাড়া প্রতিনিধি , দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা, মোঃ সুমন মিয়া, পাঁচ গছ মোর
পরিচয় পর্ব:-
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।দোয়া করি আরো ভালো ও সুস্থ থাকুন।
যদিও আমি তেমন কোন ব্রাইট ফেইস নই,তবুও আপনাদের মতো ব্রাইটদের সাথে আমার মতো নগণ্য মানুষের পরিচিত হতে পারলে ভালো লাগবে এই প্রত্যাশায় নিজের পরিচয় দিলাম।
পরিচিত হওয়া ও সার্বিকভাবে সবাইকে সহযোগিতার লক্ষ্যে যারা(এডমিন-মডারেটর সহ গ্রুপ মেম্বাররা) গ্রুপটিকে একটি প্লাটফর্ম বানাতে চেষ্টা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমি কৃষিবিদ শরিফ উজ্জামান।
আমার বড় পরিচয় আমি আপনাদের ই সন্তান(নেত্রকোণার ছেলে)।ইউনিয়ন :বানিয়াজান,উপজেলা-আটপাড়া।
শিক্ষাজীবন:
এসএসসি -বানিয়াজান সরকারি সি.টি.পাইলট উচ্চ বিদ্যালয় ও
এইচএসসি-আবু আব্বাছ ডিগ্রী কলেজ থেকে সম্পন্ন করেছি।
তাছাড়াও
গ্র্যাজুয়েশন(বিএসএসি অনার্স ইন এগ্রিকালচার)-খুলনা বিশ্ববিদ্যালয়
এবং পোস্ট গ্র্যাজুয়েশন(এমএসসি ইন এগ্রোফরেস্ট্রি)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,(বাকৃবি)ময়মনসিংহ থেকে সম্পন্ন।