রেহেনা পারভিন রিপোর্টার পটুয়াখালী
” ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলার ১৩৭ বছরের ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই প্রথম বাস্কেটবল খেলার মাঠ ও ক্রিকেট পিচ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১ টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাস্কেটবল খেলার মাঠ ও ক্রিকেট পিচ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, শিক্ষা অফিসার মুহাঃ মজিবুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল। আরও বক্তব্য রাখেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক মোঃ বাবুল আকতার, সিনিয়র শিক্ষক মঞ্জু মিয়া, সিনিয়র শিক্ষক সাঈদুল হক আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। খেলার ধারাবিবরনীতে ছিলেন দক্ষিনাঞ্চলের বিশিস্ট ভাষ্যকর এইচ এম সোহাগ।
উদ্বোধনী খেলায় বিদ্যালয়ের দিবা শাখা চ্যাম্পিয়ন ও প্রভাতী শাখা রানার্সাপ হয়। বিজয়ী দলের অন্তর ৬ মিটার দূরে থেকে স্কোর করে ৩ পয়েন্ট লাভ করেন।