জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মেহেন্দিগঞ্জ, বরিশাল
বরিশালের ঐতিহ্যবাহী মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল (২/১১/২৪) শনিবার দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রোগ্রাম করে মেহেন্দিগঞ্জ উপজেলা জামাত ইসলাম, এই অনুষ্ঠানে যোগদান করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী বৃন্দাবন, উক্ত দিন ব্যাপী শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামাতের আমির মাওলানা শহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন,উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামাত ইসলামী মেহেন্দিগঞ্জের রুকন বৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, তিনি বলেন আমাদের এবারের স্লোগান,ঘরে ঘরে কর্মী চাই,
বাড়ি বাড়ি ইউনিট চাই,
ওয়ার্ডে ওয়ার্ডে এমারত চাই। এরপর তিনি ব্যক্তিগত রিপোর্টের উপরে কর্মীদেরকে গুণগত মানে তীর্ণ হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন, উক্ত অনুষ্ঠানে আরো ঢাকা থেকে বিভিন্ন মেহমান উপস্থিত ছিলেন।