মো: মুন্না শেখ, কচুয়া, প্রতিনিধি
কচুয়া উপজেলার ফতেপুর বাজারের চন্দ্রপাড়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও চাঁদাবাজ পলাশ হত্যা মামলায় মুল অভিযুক্তদের মামলায় সাক্ষী করে নিরীহ মানুষদের হয়রানিমূলক ও মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৫ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে দাবি জানান একাধিক মামলার আসামি সন্ত্রাসী পলাশ গণপিটুনিতে হত্যা হওয়ায় সাধারণ খেটে খাওয়া নির্যাতিত বিএনপি সমর্থিত লোকদের আসামি করা হয়েছে। দ্রুত এই মিথ্যা মামলার হাত থেকে সবাইকে মুক্তি দেওয়া হোক । পিরোজপুর – বাগেরহাট মহাসড়কের ফতেপুর বাজারে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সাধারণ জনগণ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।