নোটিশ:
Welcome To Our Website...

গোয়াইনঘাটে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, সিলেট

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮ কোটি দুই লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় মেজর মোঃ নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন-৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩,২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য-৮,০২,৩১,১৫০.০০ (আট কোটি দুই লক্ষ একত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা মোতাবেক সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.