স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনায় স্বামী আজিজ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্প। গত ৪ অক্টোবর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কাঠাল ইউপি এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজ মিয়া (৩৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রাজবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে। নিহত প্রেমিক আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আসগ্রাম এলাকার মোঃ ওহাব বিশ্বাসের ছেলে। আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রী ঠিকাদার এবং আহত স্ত্রী তসলিমা আক্তার (৩০) পোশাক শ্রমিক। তারা গাজীপুরের শ্রীপুর থানার চন্নুপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
গত ৪ নভেম্বর সকালে আজিজ মিয়া ধারালো বটি দা দিয়ে আশরাফুল ও তসলিমাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই পরকীয়া প্রেমিক আশরাফুল মারা যান এবং স্ত্রী তসলিমা গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় আজিজ মিয়া ও মোঃ হারুন অর রশিদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।