শান্ত রহমান, সুনামগঞ্জ জেলা, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় ৩নং পাইকরাটি ইউনিয়ন পরিষদের ০৩/১১/২৪ ইংরেজি তারিখে রোজ রবিবার সময় সকাল ১০ ঘটিকায় টি সি বির পণ্য অবৈধভাবে বিক্রি করতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক এর ভাতিজা অভি’র নজরে আসে অভি এগিয়ে গিয়ে বাধা প্রদান করায় বিষয়টা তর্কে জড়িয়ে যায়। টিসিবি অবৈধভাবে বিক্রয় করার বিষয়টা ডিলার রানা সাহেবকে জিজ্ঞেস করিলে এক পর্যায়ে এড়িয়ে চলে যায়। ৩ নং পাইকরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল কে বিষয়টা জানালে উনি বলেন বিষয়টা আমি যাচাই-বাছাই করে দেখব মজার বিষয় হল অভির সাক্ষ্য মতে দেখা যায় টিসিবির ডিলার রানার সাথে যৌথভাবে ব্যবসা করে যাচ্ছে। ৩ নং পাইকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দীন ৩ নং পাইকরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক এবং ৩ নং পাইকারাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুব রহমান মোরশেদ খোকন । ৩ নং পাইরাটি ইউনিয়নে টিসিবি ডিলার রানা সাথে যৌথভাবে ব্যবসার বিষয়ে জানতে চাইলে খোকন সাহেব স্বীকার করেন। জালাল উদ্দীন আজিজুল হক এবং উনি নিজে জড়িত আছে। কিন্তু আজিজুল হক সাহেব এবং জালাল সাহেব দুজনেই এই বিষয়টা অস্বীকার করে এড়িয়ে চলে যায়। টিসিবি অবৈধভাবে বিক্রয়ের বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব কে মুঠো ফোনের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি কিন্তু ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি। ৩ নং পাইকরাটি ইউনিয়নের বাসিন্দা অভি পিতা মোস্তফা গ্রাম জামালপুর আরো বলেন আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্যতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে ।