মোঃ রাসেল, স্টাফ রিপোর্টার, মেহেন্দীগঞ্জ
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রত্তন তালুকদার ছেলে, মোঃ হাকিম তালুকদার (৩৫) ৫/১১/২০২৪, রোজ বুধবার রাত আনুমানিক ৪ টায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন, স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায় যৌথ বাহিনীর অভিযানে হাকিম তালুকদারের বসত ঘরে অভিযানে বিপুল পরিমান, মাদক দ্রব্য পান,, যেমন গাজা, ইয়াবা,ফেন্সিডিল, সহ অনেক কিছু,, এবং রামদা, চাইনিজ কুঠাল, ও দেশিও বিদেশি অস্ত্র ,, স্থানীয়রা বলেন হাকিম তালুকদার শুধু এতেই জরিত নয় তিনি নারী ও জাল টাকা ব্যবসায় ও জরিত আছে, তার ভয় কেউ কথা বলতে পারেন না তিনি এক ভয়ংকর ত্রাস, স্থানীয়রা বলেন হামিক বিভিন্ন সময় স্থানীয় হাট বাজারে বিনা কারনে মানুষকে বাজে ভাবে গালিগালাজ করেন এবং হুমকি দামকি দেন,, তাই তার ভয়ে কেউ কথা বলে না,, গোপন তথ্য সুত্র জানা যায়, এই মাদক সম্রাট হাকিম তালুকদার এর কারনে ১০ নং আলিমাবাদ ইউনিয়নের যুব সমাজ ৬০% মাদকে জরিত, শুধু আলিমাবাদ নয়, তার কারনে জাঙ্গালিয়া ইউনিয়ন, চরগোপালপুর ইউনিয়ন, শ্যামপুর ইউনিয়ন এর যুকব ও নষ্ট হয়ে যাচ্ছে,, হাকিম তালুকদার গ্রেফতার হওয়ায় ১০ নং আলিমাবাদ ইউনিয়নের সবাই খুশি,, তারা বলেন আমরা হাকিম তালুকদারের ফাঁসি চাই, তার কারনে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তিনি অনেক বার প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে, কিন্তু জামিনে বের হয়ে এসে আবার এই মাদকের কারবারি করেন, তাই আমরা চাই হামিক যেন আর বের হতে না পারে।