নোটিশ:
Welcome To Our Website...

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন 

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ফারুক সবুজ

লক্ষীপুর জেলার রামগঞ্জে ৪ জন সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবীতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৩০শেঅক্টোবর )বিকেল সাড়ে ৩ টায় ফেনীর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খানের সভাপতিত্বে ও সহ সভাপতি ফারুক সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান হোসেন পাটোয়ারী, এশিয়ান টিভি ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, বাংলাদেশ সমাচার সাংবাদিক কাজী সালাহ উদ্দিন নোমান, বিএমইউজে, ফেনীর সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিন্টু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, , দপ্তর সম্পাদক গাজিউল হক, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, আবদুল কাইয়ুম নিশান, ফখরুল ইসলাম ও আবু জাফর আহমেদ হৃদয়, দিদার মজুমদার, উম্মে হালিমা ঝিনুক, মানবাধিকার নেতা মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, কোন সাংবাদিক যখন কোন দুর্নীতির বিরুদ্ধে তথ্যের জন্য যায়, তখন সাংবাদিকের নামে দুর্নীতিবাজ অসৎ লোক কর্তৃক চাঁদাবাজির অভিযোগ তোলা কালচারে পরিনত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ডিএমডি ওমর ফারুক (১৮ ইং সন থেকে ২১ ইং) রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুর আড়াইটায় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান। তথ্য সংগ্রহ শেষ করে সাংবাদিকরা ব্যাংক থেকে চলে আসার পর ঐ দিন বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোছরে ব্যাংক থেকে ওই কর্মকতা মোস্তফা তারেক ইকবাল বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫তলার ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

সাংবাদিকদের অনুপস্থিতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের আভ্যন্তরীণ কারন থাকতে পারে। বর্তমান ডিএমডি বিবি রহিমা জড়িত থাকার কথা বাদী শারমিন আক্তারও বলেছেন।

মানববন্ধনে বক্তরা আরো বলেন, কোন মৃত্যু কাম্য নয়। ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ এর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকের মামলায় জড়ানো হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাংবাদিকদের মুক্তি দাবী জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.