মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মোঃ সোহানুর রহমান সোহান
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ০৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানাধীন উত্তর ভাড়াউড়া চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদক ব্যবসায়ী অমৃত লাল রবিদাস, পিতা-মৃত তাপেশ্বর লাল রবিদাস, সাং-উত্তর ভাড়াউড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর নিকট হইতে ৩১(একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামী অমৃত লাল রবিদাস কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তাহার বিরুদ্ধে ১২ টি মাদক মামলাসহ ০১ বছরের একটি সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।