স্টাফ রিপোর্টার,মো:হিমেল মিয়া,মনোহরদী উপজেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে ৬ ই নভেম্ববর রোজ বুধবার এল, কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শেণি কক্ষে মৎস চাষিদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নরসিংদির মৎস কর্মকর্তা জনাব মো:ফয়সাল আযম। তিনি মৎস্য চাষিদের মৎস্য সম্পদ রক্ষার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরেন। তিনি বলেন বর্তমানে মাছের বংশবিস্তার ধংস হয়ে যাচ্চে।বিভিন্ন কারেন্ট জাল নিয়ে আমরা ডিমওয়ালা মাছ শিকার করছি।এতে করে মাছের বংশবিস্তার এ-র অনেক ক্ষতি হচ্ছে। মাছ তাদের বংশবিস্তার করতে পারছে না।ফলে দেশের মধ্যে মাছের সংকট দেখা যাচ্ছে। এতে করে আমাদের দেশের অর্থনেতিক ক্ষতি হচ্ছে। আমাদের সকালের উচিত এইসব বিষয়ে সচেতন থাকা। মৎস সম্পদের উন্নতি মানে দেশের উন্নতি। দেশের উন্নতির জন্য আমাদের সকলকে মাছের বংশবিস্তার এর জন্য বিভিন্ন পদক্ষেপে গ্রহন করতে হবে। উক্ত অনুষ্ঠানে সাবিকভাবে সহযোগিতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়াডের সন্মানিত মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব। তিনি ও মৎস্য চাষিদের সাথে মৎস্য সম্পদ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূল বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন আমাদের নিজেদের স্বার্থে হলেও মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। অনুষ্ঠানটি বাস্তবায়নের ছিলেন উপজেলা মৎস্য দপ্তর মনোহরদী, নরসিংদী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে অনেক মৎস্যচাষি গন অংশগ্রহন করেন।