স্টাফ রিপোর্টার, মো:হিমেল মিয়া, মনোহরদী
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নে বীর আহম্মদপুর গ্রামে জনাব আব্দুল হক মাস্টার এর সভাপতিত্বে বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বিশিষ্ট রাজনীতিবীদ, ও সমাজসেবক জনাব ডাক্তার এম এইচ কবির। এ সময় তিনি বলেন এখনই আমাদের সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া। সকল ভেদাভেদ বলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের কল্যাণের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। এই দেশটা আমাদের সকলের। অনেক যুদ্ধ সংগ্রাম করে আমরা দেশটা স্বাধীন করেছি। স্বাধীনতার স্বাদ আমরা সবাই ভোগ করতে চাই। ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদের বাক স্বাধীনতা ছিলনা। আজ আমরা মন খুলে কথা বলতে পারে। এটাই আমাদের প্রকৃত স্বাধীনতা। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। এ স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচবো। মন খুলে কথা বলবো এটাই আমাদের বাক স্বাধীনতা। বিএনপির নেতা কর্মীদের কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন আমাদের মাঝে যেন কোন অপশক্তি আমাদের একতাকে নষ্ট করতে না পারে। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।আর কোন অপশক্তি যেন এদেশে আঘাত আনতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে ১৬ বছর আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এখন আমরা সেই কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা কখনো বৃথা যেতে দেব না। সময়ের উপস্থিত ছিলেন খিদিপুর ইউনিয়নের বিএনপি,সংগ্রামী সভাপতি জনাব আবুল ফজল ভাই, ৯ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম, খিদিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ আকরাম হোসেন, ইউপি সদস্য জনাব রাকিবুল ইসলাম রাকিব খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব মো রাসেল মিয়া, খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পার্থী জনাব মিজানুর রহমান, খিদিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য জনাব মো নাদিম মিয়া, মো সাদ্দাম মিয়া,রুবেল মিয়া চন্দন মিয়া সহ আর অনেকে।