মো সুমন ইসলাম, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলা
পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গত ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যাবহারে নিষেধাজ্ঞা দেয় সরকার। পলিথিন এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যাবহার করতে বলা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চগড়ের সদর উপজেলার সর্বত্র অবাধে ব্যাবহার হচ্ছে পলিথিন। প্রশাসনের অভিযানের অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যাবহার।
বুধবার (৬ নভেম্বর) সরেজমিনে পঞ্চগড় পৌরসভা কাঁচাবাজার, মাছের বাজার, মাংসের বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পলিথিন ব্যাবহারের চিত্র। বাজারে হাতে গুনা কয়েকজন ক্রেতার হাতে ও বিক্রেতার দোকানে প্লাস্টিকের ব্যাগ দেখা গেলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতাদের হাতে দেখা যায়নি পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ।
ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যাবহার করছেন।
নুরুজ্জামান রতন নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রশাসনের অভিযানের সাথে সাথে পলিথিন ব্যাগ যেখানে তৈরি হচ্ছে সেই কারখানা আগে বন্ধ করতে হবে সরকারকে। তাহলে পলিথিন ব্যাগ চিরতরে বন্ধ করা সম্ভব হবে।
বাজার করতে আসা স্থানীয় সাংবাদিক নুর হাসান বলেন, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকেই যায়। এর আগেও অনেক সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে, কিন্তু আবারো বাজরে পলিথিন ফিরে এসেছে। কঠোর ভাবে আইন প্রয়োগ না করলে পলিথিন ব্যাবহার বন্ধ করা সম্ভব নয়।
এলাকাবাসী জানান, পলিথিন বন্ধ প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তাদের তৎপরতা ও নিয়মিত অভিযানের অভাবে বাজারে এখনও অবাধে পলিথিন ব্যাবহার হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষার্থে দ্রুত পলিথিনের বিরুদ্ধে ঘনঘন অভিযান পরিচালনার দাবী তাদের।