নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র, প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইমাম উলামারা সমাজের দর্পণ-তাহসিনা রুশদীর লুনা সিলেট বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিওন বাজার পয়েন্ট সহিদ ও দেলোয়ার রমরমা মাদক কারবারে মানুষ দিশেহারা দুর্নীতির ‘বরপুত্র’ হয়ে উঠেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ অতি বৃষ্টির কারণে ডুবে গেল চকরিয়ার বিভিন্ন অঞ্চল জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে, আ.লীগের এদেশে ঠাঁই নেই: নাহিদ ইসলাম নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা ডাঃ টিটু মিয়ার বাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা জামাত ইসলামকে ক্ষমতায় আনলে এদেশের বৈষম্য মুক্ত হবে, আর বৈষম্যক্ত মুক্ত হওয়ার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম অধ্যাপক দেওয়ান মো নকিবুল হুদা চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা

৫৯ বছরে শাহরুখ, জন্মদিনে ভাসলেন জনজোয়ারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিনোদন ডেস্ক 

ঘড়িতে তখন রাত ১২টা। মধ্যরাত। এর মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ির সামনে হাজার মানুষের ভিড়। প্রিয় অভিনেতাকে একনজর দেখার অপেক্ষা। সময়মতোই তিনি এলেন এবং আবারও জয় করলেন ভক্তদের হৃদয়। বলা হচ্ছে অভিনেতা শাহরুখ খানের কথা। বলিউডের অপ্রতিরোধ্য ‘বাদশাহ’। আজ তিনি পা রাখলেন ৫৯ বছরে।
এদিন দ্য একাডেমি তথা অস্কার কর্তৃপক্ষ করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার এন্ট্রি দৃশ্য শেয়ার করে শাহরুখকে অভিবাদন জানিয়েছে।

এ ছাড়া দিনটি রীতিমতো শাহরুখ-ভক্তদের কাছে এখন বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। এবারও মান্নতের সামনে ছিল উপচেপড়া ভিড়। আর অনুরাগীদের আবদার মেটাতে মধ্যরাতেই কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি-শার্ট, টুপি, সানগ্লাসে দেখা গেল কিং খানকে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শাহরুখের জন্মদিনের এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ইনডিপেনডেন্ট ডিজিটাল কিংবা ভারতীয় গণমাধ্যম।

চিরসবুজ শাহরুখ খান। সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও তাঁর শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এদিন মান্নতের সামনে বিপুল জনজোয়ার। শাহরুখ জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশে হাত নাড়লেন। ছুড়ে দিলেন চুম্বন। আর অনুরাগীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে তাঁরা যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি!

প্রসঙ্গত, শাহরুখের জন্য গত বছরটা ছিল বিশেষ। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গেছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি ‘ডাঙ্কি’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এ বছর এই তারকার কোনো ছবি মুক্তি না পেলেও পরপর আসা সেই সাফল্যের মৌতাতে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুরাগীরা। তবে এ কথাও সত্যি যে, একের পর এক ফ্লপের সময়ও ভক্তরা মান্নতের সামনে ভিড় জমানো থামাননি। অপেক্ষায় থেকেছেন কখন একবার তিনি এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে প্রসারিত দুই হাতে ছড়িয়ে দেবেন তারকার দ্যুতি। যে দৃশ্য এবারও দেখার জন্য অগুনতি কালো মাথা জমা হয়েছিল মান্নতের সামনে।

বলা যায়, রাজার দিনকাল যেমনই যাক না কেন, তিনি রাজাই থেকে যান। শাহরুখও বদলাননি। বয়স বাড়তে পারে। তবে ইমেজের বয়স বাড়েনি। তাই কমেনি তাঁকে ঘিরে উন্মাদনাও। মধ্যরাতে মান্নতের সামনে আবারও প্রমাণ হলো সেই উৎসাহ আবেদনের।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.