স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ১৩৮ থ্রি–পিসসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেনজেলার বিজয়নগরের কাশিনগর এলাকার জামাল মিয়ার ছেলে শাহিন, ত্রিপুরার আগরতলার রামনগর এলাকার রহিম মিয়ার ছেলে রাজিব, চুয়াডাঙ্গার জীবননগরের হানিফ শেখের স্ত্রী রোকসানা।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের খালাজোড়া-আনোয়রপুর সড়কের বড় ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।