স্টাফ রিপোর্টার, রাব্বি হাসনাত ইমন, সিলেট
সিলেটে জেলা কানাইঘাট উপজেলা(৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের) দলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে চাচাতো ভাইকে গলা কে.টে হ ত্যা ঘটনা ঘটেছে।
উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের হালাবাদি চতুর্থ খন্ড মৌজায় বা বাউরভাগ নয়াগাউ গ্রামে সুলতান (৪৮) বছর বয়সী হাতে নিহত হন তারই আপন চাচাতো বড় ভাই হুসাইন আহমদ(৬৫)
জানা যায়, নয়াগাউ নিবাসী নিবাসী আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সাথে আব্দুল জলিল (জলই) এর ছেলে সুলতান ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (০৮/১১/২০২৪) ফজরের নামাজের পর সুলতান কথা কাটাকাটিতে লিপ্ত হয় হুসন আহমদের সাথে বখাটে সুলতান তার চাচাতো ভাইকে গালিগালাজের কারণে হুসন আহমদ লজ্জায় থেমে যান হঠাৎ তখন পিছন থেকে সুলতান আক্রমণ করে বসে হুসাইনের উপরে তখন আনুমানিক সকাল ৬ টার সময় প্রাণে মারার উদ্দেশ্যে পেছন দিক থেকে এসে ধারালো দা দিয়ে কোপাতে থাকে সুলতান বখাটে সুলতান দা দিয়ে হুসন আহমদের গলায় কোপ দিতে থাকে এতে গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নিহত হন হুসন আহমদ( ৬৫)
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেয়।
এদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসী ও পাড়া-প্রতিবেশির সহায়তায় বখাটে সুলতান কে তারবাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ
নিহত হুসাইন এর পরিবার সুলতানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।