স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ কালিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতি থানায় বিএনপি’র শান্তি সমাবেশ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ ওবিক্ষোভ মিছিলে নেতারা বিভিন্ন প্রকার স্লোগানে বলেন হই হই রই রই শেখ হাসিনা গেলি কই যুবলীগের চামড়া তুলে নেবো আমরা ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা এই স্লোগানে স্লোগানে উচ্চুক জনতার ভিতরে একটা আমেজ সৃষ্টি হয়।শান্তি সমাবেশ বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠানের আহ্বান করেন নড়াইল জেলা সংগ্রামী সভাপতি ও কেন্দ্রের নির্বাহী কমিটির অন্যত্তম সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। শান্তি সমাবেশ অনুষ্ঠানে নেতৃত্ব দেন নড়াগাতি থানার সংগ্রামী সভাপতি খান মতিউর রহমান ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ বুলবুল শেখ মোঃ সবো মোল্লা মোঃ ফিরোজ লস্কার জাফর মোল্লা বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ নওশের বিশ্বাস খাঁন মোঃ আবুল হোসেন মোঃ কায়েম শরীফ মোঃসানাউল্লাহ উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা মোঃজুনু চৌধুরী যুবদল নেতা মোঃ আখের শেখ ছাত্রদল নেতা শেখ সাদী এরা ছাড়া আরো নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ছাত্রদল যুবদল এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী রা উপস্থিত ছিলেন।মিছিল শেষে বক্তব্য রাখেন খাঁন মতিউর রহমান বলেন স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে নড়াগাতী থানায় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত শুরু করেছে এই ফাঁদে আপনারা সাধারণ জনগণ পা দেবেন না আমরা নড়াগাতী থানা বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ কে কঠোর হাতে দমন করব ইনশা আল্লাহ। তিনি বলেন নড়াগাতি থানার ৬ ইউনিয়নের সকল নেতাকর্মী রা সজাগ দৃষ্টিতে থাকবেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী দের ধরে আইনের হাতে তুলে দেন আইনের লোক তাদের বিচার করবে। উপস্থিত যুবদল নেতা মোঃ জুনু চৌধুরী বলেন আর নড়াগাতীর মাটিতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কোন স্থান দেওয়া হবে না আমরা নড়াগাতির যুবদল ছাত্রদল মিলে তাদের মোকাবেলা করব ইনশা আল্লাহ।