স্টাফ রিপোর্টার, মোঃ গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে কর্তৃপক্ষের হামলায় আলমগীর নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার চককীত্তি ইউনিয়নের রানী বাড়ি চাঁদপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। শনিবার বেলা সাড়ে এগারোটায় দিকে এই ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।
এলাকাবাসী জানাই বহুদিন থেকে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে প্রতিপক্ষের জমিতে আম গাছ কাটতে গেলে বাধা দেন আলমগীর সহ তার ভাইয়েরা। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশি অর্থশাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আলমগীর ঘটনাস্থলেই মারা যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারাত্মক আহত তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পক্ষে মামলার প্রস্তুতি চলছে ।