নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
সমাজ উন্নয়নে মানবিক সংগঠন লাকসামে চোরাই পথে আনা মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের সময় আটক ৬ কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিলেন আদালত সিলেট বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিওন বাজার পয়েন্ট রমরমা মাদক কারবারে মানুষ দিশেহারা স্লিম হতে ইয়াবায় ঝুঁকছে ধনীর দুলাল দুলালীরা ৭নং কুসুম্বা ইউনিয়ন হরেন্দার মোড়ে ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামের আলোচনা বৈঠক ১১ বছর পর কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে আসলাম সুইটস এন্ড বেকারীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র, প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র

আগামী বিশ্ব ইজতেমা নিয়ে গাজীপুরের এসপি আযাদ মহোদয়ের সাথে আলোচনা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার, এএম সিরাজুল ইসলাম সিরাজ গাজীপুর

আলেম ওয়ালামা মাওলানা জুবায়ের পন্থী তাবলিগ জামাতের গাজীপুর জেলা মুরুব্বিদের একটি টিম গাজীপুরের এস পি আযাদ মহোদয়ের সাথে সাক্ষাৎ, আলোচনা ও স্মারক লিপি প্রদান।
বাংলাদেশ তাবলীগ জমাতের আমির মাওলানা জুবায়ের আহমেদ, আলেম ওলামা পন্থী গাজীপুর জেলা মুরুব্বি সুরায়ী সাথীমাওলানা ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুন নূর,মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মুফতি জুলফিকার হায়দার,মাওলানা আব্দুল্লাহ আনসারী,মাওলানা বেলাল হোসাইন,হাফেজ মাওলানা নাজিমউদ্দীন, মুফতি আইয়ুব, মাওলানা সুলাইমান সহ শতশত উলামায়ে হযরত হাজার হাজার জিম্মাদার সাথী কে সাথে নিয়ে এস পি আযাদ মহোদয়ের সাথে সাক্ষাৎ করে আলোচনা ও স্মারক লিপি প্রদান করেন। আলোচনা ও স্মারক লিপি, বক্তব্য নিন্মরুপ:-সুরায়ী সাথী মাওলানা ফজলুর রহমান বলেন দাওয়াত ও তাবলিগের মহান এই মোবারক মেহনত উম্মতের হেদায়েত ও নাজাতের উদ্দেশ্য দুনিয়া ব্যাপী হযরত ওলামায়ে কেরাম এর মাধ্যমে শুরু হয়েছে, অদ্যবধি তাদের রাহবারী ও পরামর্শ মোতাবেক পরিচালিত হয়ে আসছে। দ্বীনের কোন কাজ বা মেহনত কোরআন, হাদীস ও আলেম ওলামা ব্যতিত চলতে পারে না। যেহেতু তাবলিগের এই মেহনত দ্বীনি একটি মেহনত তাই আলেম ওলামা কেরাম ছাড়া এই মেহনত চলতে পারে না। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিছু বিপদগামী লোক ভারতের মাওলানা সাআাদ সাহেব এর মতাদর্শ অনুসরন করে করতঃচলমান দাওয়াত ও তাবলিগের মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও ফেৎনা ফাসাদের চেষ্টা করছে, যা এই মোবারক মেহনত ও উম্মতের হেদায়েতর জন্য প্রতি বন্ধক ও অকল্যানকর বলে প্রতীয়মান। সম্প্রতি মাওলানা সাআদ সাহেব এর মতাদর্শ অনুসারীরা বিভিন্ন জেলায় ইজতেমা করার জন্য অপতৎপরতা চালাচ্ছে, বিশ্বস্ত মাধ্যমে আমরা জানতে পেরেছি গাজীপুর জেলাতেও তারা ইজতেমা করার পায়তারা করছে। যেহেতু তারা আলেম ওলামা দের থেকে বিচ্ছিন্ন এবং ওলামা বিদ্বেষী সে কারনেই বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল ওলামায়ে কেরাম মাওলানা সাআদ সাহেবের এর মতাদর্শ ভ্রান্ত বলে মনে করেন এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাওলানা সাআদ সাহেবকে তাবলীগের মুলধারা থেকে বিচ্যুত ও ভিন্ন মতাদর্শে বিশ্বাসী বলে আখ্যায়ীত করেছেন। এমতাবস্থায় গাজীপুর জেলার সকল ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের পক্ষ থেকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর জেলায় সাআদ পন্থীদের কোন ইজতেমা যেন না হয়, এ ব্যাপারে আপনার আন্তরিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি। এস পি মহোদয় তাবলীগের মুরুব্বি দের কথা মনযোগ সহকারে শোনেন এবং ওলামাদের দেওয়া দরখাস্ত আকারে স্মারক লিপি গ্রহণ করে বলেন উর্দতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্হা গ্রহণ করা হবে বলে আশস্থ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.