স্টাফ রিপোর্টার, এএম সিরাজুল ইসলাম সিরাজ, গাজীপুর
আমাদের প্রিয় দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রবীন সাংবাদিক এ এম সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের আপন চাচা শশুর পাপলা গ্রাম নিবাসী মরহুম কেরামত খানের পুত্র আব্দুর রশিদ খান,স্ত্রী, পাঁচ কন্য, এক পুত্র রেখে ১২-১১-২০২৪ইং রাত ৯.৩০ঘটিকায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি… রাজিউন)। মরহুমের জানাজা নামাজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় নিজ বাড়ি পাপলা মসজিদ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হইবে,জানাযা নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হইবে,সকল শুভাকাঙ্ক্ষী, আত্নীয় -স্বজন,বন্ধু -বান্ধবদের নিকট দোয়ার দরখাস্ত আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমার আপন চাচা শশুর আব্দুর রশিদ খানকে জান্নাতের সু উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, পরিবারের সবাইকে শোক সইবার তৌফিক দান করেন আমিন।