স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এসআই(নিরস্ত্র) নূপুর কুমার দাশ, এএসআই(নিঃ) ধীমান বড়ুয়া, এএসআই(নিঃ) কাজী হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান করিয়া জিআর-৪০৫/২০, সিজেএম নং-৪০৩/২১ এর ০১ বছর ০৩ মাস সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ০১। আরফান মিয়া প্রকাশ মাষ্টার, পিতা-আব্দুল ওহাব, সাং-চাঁনপুর, থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৩১২/২২ এর ০১ বছর ০৬ মাস সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০২। সজীব মিয়া(২০) পিতা-নুরুল আলম, সাং-নারায়ণপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, দায়রা নং-২৪০/২৩ এর সাজাপ্রাপ্ত ০৩। আসামী রাব্বি মিয়া, পিতা-আক্তার মিয়া, সাং-আমোদাবাদ,থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং আখাউড়া থানার মামলা নং-৭, তাং-০৫/০৯/২০২৪ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী ০৩। দেলোয়ার হোসেন(৩৫), পিতা-মৃত আঃ জব্বার, সাং-দরুইন(পশ্চিমপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ।