স্টাফ রিপোর্টার, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম এর সাথে ছাতক অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাত হয়
মোঃ তরিকুল ইসলাম গত ১১ নভেম্বর ইউএনও হিসেবে ছাতক উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ ছাতকে উনার ৩য় দিনের কার্য দিবসে তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বমহলের সহযোগীতা চেয়ে বলেন
আমি আপনাদের উপজেলায় মেহমান হয়ে এসেছি। উপজেলা আপনাদের, আপনারা আপনাদের উপজেলার উন্নয়নে কাজ করতে আমাকে সর্বোচ্চ সহযোগীতা করবেন আমি আশা করি। আমিও আপনাদেরকে যে কোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।
এসময় ছাতক অনলাইন প্রেসক্লাব এর সভাপতি প্রভাষক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল , যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিক, অর্থ সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার সম্পাদক দিলোয়ার, সদস্য হাঃ আবুল হোসেন, সাব্বির আহমদ উপস্থিত ছিলেন।