স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ, কালিয়া, নড়াইল
১৫ নভেম্বর ২০২৪কালিয়া উপজেলা পৌরসভা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হইবে। কালিয়া উপজেলা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সরদার আনোয়ার হোসেন (চেয়ার মার্কা) মোঃঅমিয়ার রহমান গাউস(ঘোড়া মার্কা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স ম ওহিদুজ্জামান মিলু( আনারস মার্কা) মোঃ রেজাউল মোল্লা (ফুটবল মার্কা) মোঃ গোলাম কিবরিয়া মিঠু (ছাতা মার্কা)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলতাফ উদ্দিন আনসারী (গোলাপ ফুল মার্কা) গোলাম রব্বানী( টিউবওয়েল মার্কা) মোঃ নেসার উদ্দিন (সিলিং ফ্যান মার্কা) মোঃ জাহিদ ইমাম পলাশ( মাছ মার্কা) মোঃ নেয়ামত হোসেন (মোরগ মার্কা)। কালিয়া পৌর বিএনপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সেলিম শেখ(চেয়ার মার্কা) মোঃ রবিউল ইসলাম (ঘোড়া মার্কা) মোঃ মনিরুল ইসলাম (দোয়াত কলম মার্ক)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শিহাব উদ্দিন (ফুটবল মার্কা) মোঃ সেলিম রেজা ইউসুফ (আনারস মার্কা)। সংগঠনিক সম্পদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হায়দার আলম (মোড়গ মার্কা) মোঃ আলী হাসান (টিউবওয়েল মার্কা) মোঃ বাদশা মিয়া (গোলাপ ফুল মার্কা) মোঃআশিকুজ্জামান রুবেল (মাছ মার্কা)। চপ্রার্থীরা ছুটেছেন কাউন্সিলরদের দ্বারে দ্বারে। কালিয়া উপজেলা বিএনপি কাউন্সিলর এর সংখ্যা ৫৬৮ জন ও কালিয়া পৌর বিএনপি’র কাউন্সিলরের সংখ্যা ৪৮৯ জন। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে সুযোগ পেয়ে কাউন্সিলরা খুব উৎফুল্ তাদের যোগ্য নেতা বেছেনিবেন। ভোটারদের কাছে জানতে চাইলে তারা কোন প্রার্থীর পক্ষ না নিয়ে বললেন যে সুখে দুঃখে যাদের কাছে পাই এবং কর্মীদের মূল্যায়ন করে এমন প্রার্থীদের আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব।