স্টাফ রিপোর্টার, মোঃ জামাল হোসেন,পাথরঘাটা, বরগুনা
বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে দিবস উপলক্ষ্যে একটি শোভাযাত্রা পৌর শহরের গোল চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এ সময় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে-৭০ সালের বন্যায় প্রাণহানিদের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত করা হয়েছে। এর আগে মুক্ত মঞ্চে অবস্থিত সিডরে নিহত এবং ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরণে স্মৃতি ফলকের শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবস উপলক্ষ্যে বক্তারা ৭০ সনের বন্যার স্মৃতিচারণ করেন এবং এ দিনটি উপকূল দিবস হিসেবে স্মৃতির দাবি করেন। এছাড়াও পাথরঘাটাসহ উপকূলে জেলেদের নিরাপত্তা, পুনর্বাসন, নিখোঁজ জেলেদের আইনগত স্বীকৃতি দেয়ারও দাবি জানান তারা। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সহযোগিতা ও দিকনির্দেশনায় বরগুনার পাথরঘাটায় এ দিবসটি আয়োজন করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন।
জানা গেছে, ১৯৭০ সালের ১২ নভম্বের তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদশে-এর) দক্ষিণাঞ্চলে বন্যা আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ছিলো। এটি সর্বকালের সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতকি দূর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ষষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ছিল।