স্টাফ রিপোর্টার : ফারুক সবুজ
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ইং) রাতে ফেনী শহরের বেস্ট ইন রেস্টুরেন্টে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয়, এবং অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন মামুন,এই সময় উপস্থিত ছিলেন পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি এডভোকেট নুরুল আমিন খান, এপিপি এডভোকেট সাহাব উদ্দিন, এডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, এডভোকেট পার্থ পাল চৌধুরী, এডভোকেট জাহিদ হোসেন, এডভোকেট জাহিদ হাসান কমল, এডভোকেট হুমায়ুন কবির বাদল। নতুন পিপি বক্তব্যে বলেন যারা বিগত সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছে তাদের সকলের মামলা খালাসের প্রতি আন্তরিক চেষ্টা চালিয়ে যাবেন এবং আরো বলেন ৫ই অক্টোবরে গুলিতে নিহত সকল শহীদের মামলার আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।