মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই নদীগুলোর প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে। জরুরী ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর তলদেশে বর্জ্য অপসারণের লক্ষ্যে ড্রেজিং কার্যক্রমসহ বিআইডব্লিউটিএ’র অর্ন্তভুক্ত সকল নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকোপার্ক নির্মাণের বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। নদী দূষণরোধে পর্যায়ক্রমে কার্যকর সকল ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) এর ডেমরা ঘাট শুল্ক আদায় কেন্দ্র সংলগ্ন বিআইডবিøউটিএ’র চনপাড়া, ডেমরা, নারায়ণগঞ্জ ইকোপার্ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি মো. মনিরুজ্জামান, নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব (উপ সচিব) মো. জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ.কে. এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজেডএম শাহ নেওয়াজ কবির, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোন্তাফিজুর রহমান, উপ পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিগণ।