স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা
কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ঘুগরাকাটি গ্রামের মৃত এরমান আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ গাজী।
১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯ ও ৯০। ডিপি নং ২৬৯, হাল দাগ নং ৩৮৮ ও ৩৮৭ জমির পরিমাণ হাফ শতক জমি স্বত্ব দখলীয় জমিতে র্দীঘ ৩০ বছর যাবত ঘুগরাকাটি বাজারে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছি। আমার ঐ দোকানের জায়গায় ২০০০ সালে অগ্রনী ব্যাংকে মটগেজ দিয়ে সি সি লোন গ্রহণ করে থাকি। বিগত দিনে খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ীর নিকটে দোকানটি ভাড়া দেই। ভাড়াটিয়া খায়রুল ইসলাম বাইরে চলে যাওয়ার সময় দোকানের সমস্ত মালামাল আমার নিকট বিক্রয় করে চলে যান। সেই থেকে আমি সেখানে ব্যাবসা করে আসছি। এমতাবস্থায় গত ২ জুলাই একই এলাকার মোঃ রবিউল ইসলাম ও মোঃ রফিকুল মোড়ল গংরা আমার দোকান ঘর দখল করে নেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে ঐ দিন কয়রা থানায় একটি জিডি করি যার নং-৫৯। তারপরেও তারা নানা ষড়যন্ত্র করতে থাকে। এমতাবস্থায় গত ১১ মার্চ ভোরে বাগালী ইউনিয়নের ইউ পি সদস্য ও ২নং ওয়াডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল সানার ইন্দনে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী নিয়ে মোঃ রবিউল ইসলাম গংরা দলবন্ধ হয়ে শাবল, রড, দা দিয়ে দোকানের তালা ভেংগে দোকানের ভিতর প্রবেশ করে দোকানের মালামাল সহ দোকানঘরটি দখল করে নেয়। এতে করে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এবং দোকানের লক্ষাধিক টাকার শোকেজ নষ্ট করে দেয়। আমি বাধা দিলে তারা ও আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে এলোপাতাড়ীভাবে আমাকে আঘাত করে। বিষয়টি নিয়ে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে। বর্তমানে রবিউল গংরা দোকান ঘরটি জোরপুর্বক দখল করে রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার দোকান ঘরটি আমার দখলে নিতে পারি তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।