নোটিশ:
Welcome To Our Website...

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সন্ত্রাসী বাহিনী এবং মাদক ব্যবসায়ীর দ্বারা হামলার শিকার বিএনপির কর্মী

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম সাগর, গাজীপুর, স্টাফ রিপোর্টার

গত ১০-১১-২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০ .৩০ মিনিটে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে, জানাযায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী গ্রুপটি বিভিন্ন সময়ে পাটেশ্বরী গ্রামের কেরামত হাজী শেখের ছেলে আফসার শেখ কে জীবননাশের হুমকি দিয়ে আসছিল, গত রবিবার ১০ তারিখ সকাল ১০ .৩০ মিনিটের সময় হাসমত শেখের নেতৃত্বে – ইরকান শেখ ,জাকির শেখ, -জামাল শেখ, সজীব শেখ, জামিউল শেখ, রিজাউল শেখ, সহ অজ্ঞত আরো ৪-৫ জনে আফসার শেখের বাড়ির সামনে থেকে তিনার রাস্তা অবরোধ করে , দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, আফসার শেখ প্রাণ বাঁচাতে দৌড়ে নিজেদের বাড়ির আঙিনায় পৌঁছে যায়,
সন্ত্রাসীরা আফসর শেখের বাড়িতে গিয়েও আফসার শেখ এর উপর নিশংস হামলা চালায় এ সময় আফসার শেখের সাথে তিনার সহধর্মিনী ও শারীরিকভাবে আহত হন, এ সময় সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে, সিন্দুক থেকে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা – বারোআনা ওজনের একটি স্বর্ণের চেইন আট আনা ওজনের দুটি স্বর্ণের কানের দুল লুটে করে নেয় সন্ত্রাসীরা, আফসার শেখদের বাড়ির চেঁচামেচি সুরগুলে , পার্শ্ববর্তী বাড়ির লোকজন একত্রিত হলে সন্ত্রাসীরা পরবর্তীতে আফসার শেখ কে জানে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়,অভিযুক্তদের ব্যাপারে খবর নিয়ে আরো জানা যায় আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাসী খুন যখম করী দাঙ্গাবাজ লুটপাটকারি প্রকৃতির লোক হিসেবে এলাকায় তারা এক ভয়ের রাজত্ব কায়েম করেছে, আর ইরকান শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে রয়েছে ঢাকার সাভারে এবং চট্টগ্রামে ইয়াবার মাদক ব্যবসায়ের মামলা, পাঁচগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়াতে, হাসমত শেখ আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী তৈরি করে তীরাশের রাজত্ব কায়েম করে রেখেছে এখনো, এমন নৃশংস জঘন্য হামলা এবং লুটপাটকারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিচার চেয়ে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন আফসার শেখের প্রবাসী ছেলে আশিক শেখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.