স্টাফ রিপোর্টার, মোঃ কুতুব উদ্দিন, ঢাকা
দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলায় সাধারণ মানুষ পণ্যদ্রব্য চড়া মূল্যে চরম দূর্ভোগে,টিসিবির পন্য আনতে ছুটির দিনে বাংলাদেশ সচিবালয়ের সামনেই সাধারণ মানুষের ভিড়,লাইনে দাঁড়িয়ে অসংখ্য বার পন্য পাচ্ছেন না বলে দাবি করেন এবং টিসিবির পন্য দেয়া লোকেদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পন্য নিতে আসা মহিলা ক্রেতা জানান তিনি লাইনে দাড়িয়েছেন ৫/৭ বার তার আগে লাইন অতিক্রম করে অন্যান্য দের পন্য দিয়েছেন এবং এই মহিলা ক্রেতার হাত থেকে টাকা আগেই নিয়ে গেছেন অথচ তাকে পন্য দেয়া হচ্ছে না এবং নানান ধরনের কথা বলছেন।
পন্যদ্রব্যের মূল্য চড়া তাই সাধারণ মানুষের এই দূর্ভোগ পোহাতে হচ্ছে কিছুটা হলেও দাম কমে পাওয়া যাচ্ছে এই টিসিবির পন্যে।তাই সাধারণ মানুষের এই লাইন আর লাইন সুন্দর লাইনে থেকেও দুর্ব্যবহার করেছেন এবং মহিলা ক্রেতাও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাদের সাথে।
টিসিবির পন্য দেয়া লোকেরা যদি লাইন মোতাবেক পন্য দেয় তাহলে বিশৃক্ষলা হবেনা ঝগড়া বিবাদ হবেনা এমন টাই মত প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেছেন, এবং দাবি জানিয়েছেন উপর মহলের কর্তৃপক্ষের কাছে।।