স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী, আখাউড়া
মাত্র ৩০০ টাকা লেনদেনের জেরে এক বন্ধু কে ছুরিকাঘাতে হত্যা করল আরেক বন্ধু!! ঘটনা আখাউড়ার আজমপুরে
আখাউড়া উপজেলার উত্তর ইউপির আজমপুর গ্রামে টাকা পয়সা লেনদেনের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. স্বাধীন মিয়া (৩০) নামক এক যুবক কে ছুরিকাঘাত করে হত্যা করে স্বপন চৌধুরী (৪০) নামে এক ঘাতক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এ ঘটনা ঘটে।
নিহত যুবক স্বাধীন মিয়া আজমপুর উত্তর পাড়ার মো. ফজল মিয়ার পুত্র। খুনী স্বপন চৌধুরী একই ইউপির রামধননগর গ্রামের দক্ষিণ পাড়ার রোকন উদ্দিন চৌধুরীর পুত্র।