জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মেহেন্দিগঞ্জ বরিশাল
কিশোর কন্ঠ পাঠক ফোরাম মেহেন্দিগঞ্জ উপজেলা পুর্ব শাখার কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ফোরামের মেহেন্দিগঞ্জ উপজেলা পুর্ব শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বরিশাল মহানগরীর সাবেক সভাপতি কামরুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের বরিশাল জেলা পশ্চিমের সাবেক সভাপতি মো: রিয়াজ উদ্দিন, ফোরামের বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আলী আকবর, নপাইয়া হোগলটুরী হামিদিয়া সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, মাদারতলী ইসলামীয়া আলিম মাদরাসার আরবী শিক্ষক মাওলানা ইব্রাহীম খলীল, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা বজলুর রহমান, উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আমজাদ হোসাইন, জাহিদ বিন ইকবাল প্রমুখ।
অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের মেধা ও নৈতিকতার বিকাশে অধ্যয়ন ও চরিত্র গঠনে আরো যন্তবান হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করেন।