তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার (২) কোম্পানিগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগারপারা গ্রামের আলী হোসেনের মেয়ে। মৃত মিম আক্তারের মায়ের সাথে আলাপ করে জানা যায় ১৫/২০ দিন আগে তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে তিনি তার বাবার বাড়ি গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়নের টুকইর যৎনাথা গ্রামে চলে আসেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যৎনাথা গ্রামে মামার বাড়িতে শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।