স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী, আখাউড়া
আখাউড়া চেকপোস্টে মোঃ ইদন মিয়ার মালিকানাধীন একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোটেলের ম্যানেজার বলেন, যুবকটি গত ১৭ নভেম্বর তার ভারতীয় বন্ধু কে রিসিভ করবে বলে এই হোটেলে উঠেছে। হোটেলের রেজিস্ট্রারে লেখা আছে নিহত যুবকটির নাম স্বপন ঘোষ। স্বপনের বাড়ী ঢাকা ডেমরা বিক্রমপুর এলাকায়, এবং স্বপনের পিতার নাম দুলাল ঘোষ বলে হোটেল রেজিস্ট্রার অনুযায়ী প্রাথমিক ভাবে জানা গেছে।
তবে এই পরিচয়ের সত্যতা যাচাই করছে পুলিশ।