স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু, ভোলা
গতকাল এবং আজ ১৮ ও ১৯ নভেম্বর রোজ সোম ও মঙ্গলবার ভোলা মনপুরায় ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা এর আওতায় একটি আন্তর্জাতিক সংস্থা থেকে সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত এই জাতীয় সংঘের আন্তর্জাতিক সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। ও নৌ-বাহিনীর কর্মকর্তা রফিকুল ইসলাম (সি ইউ ও)।
সংস্থাটির কর্মকর্তা বৃন্দ গন বলেন,ভোলা মনপুর এই এলাকাটি ঘূর্ণিঝড়ে বেশি প্রবাহিত হয় তাই আন্তর্জাতিক সংস্থাটি এই উপকরণ বিতরণ করার জন্য এলাকাটি নির্বাচন করেছেন, আমরা এই উপজেলা ছাড়া ও আরো সাতটি উপজেলায় এসব উপকরণ বিতরণ করেছি।ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার মানুষ যাতে করে অসহায় হয়ে না পরে তার জন্য এই আন্তর্জাতিক সংস্থাটি এই সিদ্ধান্ত নেন। আপনার এই উপকরণ এর মাধ্যমে নতুন করে আবার ফসল উৎপাদন করতে পারবেন।
নৌ- বাহিনীর কর্মকর্তা রফিকুল ইসলাম ( সি ইউ ও) বলে, এই সংস্থাটি জাতীয় সংঘের একটি আন্তর্জাতিক সংস্থা, আপনারা ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার মানুষ অসহায় হয়ে পরার কারে সংস্থাটি আপনাদের পাশে ধারালোর সিদ্ধান্ত নেন। তাই আপনারা সু শৃংখল ভাবে উপকরণ বিতরণ অনুষ্ঠানটি শেষ করবেন। আশা করি এই সবজি বীজ ও কৃষি উপকরণ পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন, ও সুন্দর ভাবে নতুন করে ফসল উৎপাদন করতে পারবেন।