স্টাফ রিপোর্টার, মোঃ কুতুব উদ্দিন, ঢাকা
সাধারণ মানুষের শান্তি কামনা ও যেনো ভুল অপরাধে ঘেরা হয়ে আছে, হাসপাতাল গুলিতেও জনসাধারণের ভোগান্তির শেষ নেই, কেরানীগঞ্জ কদমতলি ইবনেসিনা শাখায় অশান্তির জোয়ার উঠেছে,মেডিসিন কোম্পানির এস আর দের চাপে জনসাধারণ এবং গুরুতর রুগীর’ পতিত তাদের কবলে।
সিরিয়াস অবস্থায় ও আজকাল প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতাল ক্লিনিক গুলিতে সস্থি মিলছেনা, মুক্তি পাচ্ছেনা গরীব ধনী রুগী সব,মেডিসিন কোম্পানির এস আর দের চাপে বসার যায়গা পর্যন্ত থাকেনা, সাধারণ রুগী এবং রুগীর সাথে আসা এটেন্ডেন্স রা দাঁড়িয়ে থাকতে হয়, এবং ডাক্তারের এসিস্টেন্ট গণ ও মেডিসিন কোম্পানির এস আর দের পক্ষ নিয়ে এসবে বিতর্ক করেন কখনো কখনো যা কখনোই রুগী এবং এটেনডেন্স রা আশা করেন করেন না।
এসব যন্ত্রণার প্রতিকার হচ্ছেনা বরাবরই দেশের হাসপাতাল ক্লিনিক গুলিতে,সাধারণ মানুষের ভোগান্তির যেনো শেষ নেই।
রুগী ভাষ্যমতে-অসুস্থ হয়ে আসি হাসপাতালে অথচ এখানে এসে হাজার হাজার টাকা খরচ করেও এসব যন্ত্রণা পোহাতে আমরা মানুষিক রুগী হয়ে ঘরে যাই,এসব অশান্তির কারণ গুলি কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের আবেদন হয়ে দাঁড়িয়েছে।