স্টাফ রিপোর্টার, মোঃরাসেল শেখ, কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ বিষয়ক অবহিত করণ সভা বুধবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা শুমারি সমন্বয়কারী শামিম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালিয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোঃ মেহেদী হাসান, শুমারি উপজেলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
সারা দেশে একযোগে ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈকিত শুমারীর কাজ চলমান থাকবে।