মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার,(নারায়ণগঞ্জ)
আগামী ২৪ ও ২৭ নভেম্বর এবং ১ ডিসেম্বর নগরীর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে তিতাসের জেলা জোনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যাস না থাকার বিষয় জানতে চাইলে তিনি দৈনিক দেশ প্রতিদিনকে বলেন, ডিএনডি খালের লাইন স্থানান্তর করা হচ্ছে। তাই নারায়ণগঞ্জ সদরের কিছু এলাকায় গ্যাস আজ গ্যাস ছিলো না। আগামী তিন দিন অর্থাৎ রবিবার (২৪ নভেম্বর), বুধবার (২৭ নভেম্বর) ও পরের সপ্তাহের রবিবার (১ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই তিন দিনের মধ্যেই স্থানান্তরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি।