মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহিশপুরে ২০২৪/২৫ অর্থবছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় “মাঠ দিবস “এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল আজাদী ও উপ সহকারী কৃষি অফিসার দ্বয় সানোয়ার হোসেন ও অলক বাবু। বক্তব্য রাখেন নারী কৃষি উদ্যোক্তা পপি খাতুন।
প্রধান অতিথি জনাব আজাদী কন্দাল ফসল সম্পর্কে কৃষকদের ব্যাখ্যা প্রদান করেন। প্রান্তিক কৃষক দলের ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ফসল চাষে উদ্বুদ্ধ করে সাবলম্বী হবার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সানোয়ার হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন কয়েক জন নারী/পুরুষ উদ্যোক্তা সহ এলাকার অন্যান্য কৃষক/কৃষাণি বৃন্দ।
শেষে পপি খাতুনের বস্তায় আদাসহ কয়েকটি ফসলের জমি পরিদর্শন করেন।