স্টাফ রিপোর্টার, মোঃ কুতুব উদ্দিন, ঢাকা
কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এর রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসার ৪৮ তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল ২১শে নভেম্বর পালিত হচ্ছে,
প্রতি বছরের ন্যায় এবারেও পালিত হচ্ছে রসুলপুর মাদ্রাসার ওয়াজ দোয়া মাহফিল, দেশ বরেণ্য ওয়াজীনে কেরাম গণ উপস্থিত ওয়াজে মাহফিলে, প্রতি বছরেই অসংখ্য কোরানে হাফেজ হন এই মাদ্রাসায়, বার্ষিক ওয়াজ মাহফিলের এই অনুষ্ঠানে হাফেজগণের মাথায় পাগড়ী পড়ানো হয় আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়।
বিশেষ অতিথিদের মধ্যে ওয়াজ মাহফিল এ বক্তা আগতদের মধ্যে মাওলানা খুরশীদ আলম কাশেমী দাঃবাঃ /মাওলানা হাসান জামিল দাঃবাঃ/ মাওলানা সিবগাতুল্লাহ নূর দাঃবাঃ/ মাওলানা রেজাউল করিম আবরার দাঃবাঃ/ শাইখুল হাদীস আল্লামা জাফর আহমদ কাসেমী দাঃবাঃ।উক্ত মাহফিলে সভাপতিত্বে ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম রসুলপুর( লন্ডন প্রবাসী) উক্ত নাহফিলে অন্যান্য গণ্যমান্য এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।মনির হোসেন মনু/ মোঃ মনির হোসেন কুতুবউদ্দিন /সাহেব আলী প্রমূখ।
ওয়াজ মাহফিলে নানান ধরনের খাবার এবং পোশাক বাচ্চাদের খেলনা আতর টুপি তজবি ও অন্যান্য দোকান বসে।