মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম সহ ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লা থানা সীমান্তের মাসদাইর পাকাপুলস্থ মুন্নার বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার খেলার চার বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার মাসদাইর এলাকার মো. কামরুল মন্ডল (৪০), মো. মোতালেব (২৮), মো. রফিক (৩৬), মো. এনামুল (৩৮), মো. রোমান (৪০), মো. হারুন (৩৮), মো. তানজিল (২৫), মো. আজিম আলী (৩৭), মো. আশরাফুল (৩৬), মো. রাজু (২৮), মো. আরিফ (৩২), মো. মামুন (৩৫), আমিনুল ইসলাম (৩০), মো. তানিম (২৮), মো. আলাল (৪৫), কবির হোসেন (৫০), মো. শাজাহান (৩৬), মো. আতাউর (৫৫) ও শান্ত (১৯)।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, জুয়া খোলরতবস্থায় টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।