আরিফুল অপু, স্টাফ রিপোর্টার, দৈনিক দেশ প্রতিদিন
জামালপুরের ঝাউগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে তোতা (৪৫) কে ছুরিকাঘাত করে একই গ্রামের বাসিন্দা শাহিন মিয়া (৩১) ।
২২ নভেম্বর শুক্রবার বিকাল আনুমানিক ৪.৩০ মিনিটে ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসীদের জিজ্ঞাসা করে জানা যায়, শাহিন এলাকার বিভিন্ন জনের সাথে মাঝেমধ্যেই কলহে লিপ্ত হতো, এলাকাবাসী তার সমাধান করতে গেলে শাহিন তাদের উপরও ক্ষিপ্ত হয়ে উঠতেন, সেরকমই একটা ঘটনাকে কেন্দ্র করে তোতা মিয়াকে ছুরিকাঘাত করেন সন্ত্রাসী শাহীন।
প্রত্যক্ষ দর্শীরা জানান, তোতা মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানগাড়িতে থাকা অবস্থায় পিছন থেকে ছুরিকাঘাত করে শাহিন।
প্রত্যক্ষদর্শীরা শাহীন মিয়াকে ধরতে গেলে দৌড়ে পালিয়ে যায় শাহিন মিয়া।
তোতা মিয়া কাপাশহাটিয়া গ্রামের তৈয়ব আলী ছেলে এবং একই গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহিন মিয়া ।
মেলান্দহ থানার দায়িত্বরত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন কালে দেশ প্রতিদিনকে জানান, এলাকাবাসীর পক্ষ হতে মিমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মীমাংসা না হলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।