স্টাফ রিপোর্টার, খোরশেদুল আলম. বোয়ালখালী, চট্রগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ লিটার বাংলা মদসহ মোঃ মহিউদ্দীন (৩৫) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সেনাবাহিনীর রাত্রীকালীন টহল চলাকালীন সময় তাকে আটক করা হয়।
আটককৃত মো: মহিউদ্দিন (৩৫) আহল্লা দরবার শরীফ এলাকার মো: জাফর আহমদের ছেলে।
উপজেলার সেনা ক্যাম্পের রাত্রীকালীন টহল চলাকালীন সময় টহল কমান্ডার কর্তৃক করলডেঙ্গা এলাকায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাতাল অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫ লিটার বাংলা মদ সহ মদের বোতল পাওয়া যায়। । পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আসামিকে সুস্থ অবস্থায় আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।