মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন আজ শনিবার ২৩ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত ২০২৪/২৫ সালের এবারের নির্বাচনে পূর্ন প্যানেলে জয়লাভ করেছেন চেম্বারের প্রাক্তন সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল। ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরাতন বাজারে চেম্বারের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোট সংখ্যা ১৪৫৪টি।১২৭৬ জন সাধারন সদস্য ও ১৭৮জন সহযোগি সদস্য।
নবনির্বাচিত চেম্বার সভাপতি জনাব আব্দুর রহিম বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমার দলীয় মনোনয়ন নিশ্চিত আমার বিপক্ষে স্বৈরাচারের দোসরদের সাথে নিয়ে ভোট যুদ্ধে নেমেছে। প্রাক্তন বিএনপির এমপি হারুনকে উদ্দেশ্য করে বলেন, তিনি কখনোই সফল হবেন না তিনি একজন বিতর্কিত নেতা।