স্টাফ রিপোর্টার মোঃ কামাল উদ্দিন দৈনিক প্রতিদিন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
২৭ শে অক্টোবর ৮ নং চর এলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা কে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে
হত্যাকারীরা হলেন
১/নং
চর এলাহি ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক
২/নং খোকন
৩/নং মোহাম্মদ ইসমাইল
৪/নং শাহাবুদ্দিন
৫/নং মোস্তাফিজ
৬/ নং শেখ বেলাল
৭/নং কালাম
৮/নং মামুন
আরো অনেকজন হত্যার সাথে আছে
চিহ্নিত আসামিদেরকে উল্লক্ষিত করে মোহাম্মদ ইসমাল হোসেন তোতা, বাদী হয়ে একটি মামলা করে
ভুক্তভোগীদের অভিযোগ আসামিরা চিহ্নিত হওয়ার পরেও আমার বাবা আব্দুল মতিন তো তার চেয়ারম্যানের ন্যায়বিচার পাচ্ছিনা কালো টাকার কাছে পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে এবং আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে
মিথ্যা মামলা ফরিহারের জন্য এবং খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য নোয়াখালী জজ আদালতে সামনে নারী পুরুষ সম্মিলিত ভাবে, একটি মানববন্ধন করে আজ ২৪ শে সেপ্টেম্বর রোজ রবিবার
মানববন্ধন অবস্থা ভুক্তভোগীদের কে আশ্বস্ত করেন গণমাধ্যমের উপস্থিতি
পি,পি,শাহাদাত হোসেন বলেন
এক সপ্তার ভিতর সকল আসামিদেরকে গ্রেফতারের আশ্বস্ত দেন
মানববন্ধনে ভুক্তভোগীদের স্লোগানে বলেন আমার বাবা আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার না করলে আমরা পরবর্তী কর্মসূচি অবস্থান করব ডিসি অফিস ও টিউনু অফিসে এবং আমাদের টানা কর্মসূচি অব্যাহত থাকবে