স্টাফ রিপোর্টার, (ফারুক সবুজ) ফেনী
আজ ২৫শে নভেম্বর ফেনী ডেভেলফমেন্ট কমিউনিটি (এফডিসি)র উদ্যোগে নিউহ্যাম বাংলাদেশ সমিতি লন্ডন এর নব নির্বাচিত সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম (মাসুদ)কে এক সংবর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করেন গ্রীনস্ট্রীট কাফে ফয়েন্টে এতে সভাপতিত্ব করে কাজী গোলাম সরোয়ার(বাহার) সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম (মাসুদ) নব নির্বাচিত সাধারন সম্পাদক নিউহ্যাম লন্ডন, জিয়াউল হায়দার সেলিম সদস্য সচিব এফডিসি লন্ডন ,নুরুল আবসার হিরন সাবেক সাধারন সম্পাদক নিউহ্যাম বাংলাদেশ সমিতি , জনাব বাবুল ভাই সভাপতি ইতালীয়ান ওয়েল ফেয়ার এসোসিয়েশন , জনাব দিদার ভাই সাধারন সম্পাদক ইতালীয়ান ওয়েল ফেয়ার এসোসিয়েশন , কাজী সিরাজ যুগ্ন আহবায়ক , আলমগীর চৌধুরী, শওকত ফারুক , মোজাম্মেল হক , মোঃ ইউসুফ, মিয়া খান ও একরামুল হক মুন্সী।সভা শেষে ডিনারের আয়োজন করা হয় ।