স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু, ভোলা
ভোলা মনপুরার ২ নং হাজিরহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফকিরহাটে বাংলাদেশ ইসলামী আন্দোলন এর গণসমাবেশ।
গত ২৪ নভেম্বর রোজ রবিবার ভোলা মনপুরার ২ নং হাজীরহাট ইউনিয়নের বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন।
মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন তিনি বলেন, বাংলাদেশ ইসলামি আন্দোলন সব সময় ন্যায় এর পথে ছিলেন সামনের দিন গুলোতে ও থাকবেন। তিনি জনসাধারণের উদ্দেশ্য বলেন, আপনারা দেখেছেন বিগত দিন গুলো প্যাশীবাদ আওয়ামী লীগ সরকার আপনাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন।আমরা সকলে মিলে এই প্যাশিবাদ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি।এখন আমাদের কথা বলার স্বাধীনতা আছে। আমরা চাই আগামী নির্বাচনে বাংলাদেশ ইসলামি আন্দোলনকে আপনাদের ভোটের মধ্যে দিয়ে জয় যুক্ত করে, আপনাদের সেবা করব।আপনাদের অধিকার রক্ষা করব ইনসাআল্লাহ।
মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, আমরা আপনাদের অধিকার আদায় এর জন্য যা যা করা লাগবে করব।আমরা চাই ইসলামি আন্দোলনে ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে নেন,স্বাধীন ভাবে কথা বলুন, অন্যয় এর প্রতিবাদ করুন। তিনি আরো বলেন,ইসলামি আন্দোলন একটি ইসলামি দল এতে কোন সন্দেহ নেই, আপনারা ইসলামি আন্দোলন এর পাশে থাকুন আল্লাহ আপনাদের পাশে থাকবে।আপনাদের জনসাধারণের ভোটে ইসলামি আন্দোলন বাংলাদেশে ইসলামি শাসন কায়েম করবে ইনশাআল্লাহ।